Current Affairs of the Day: 29 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com - ExamProtiyogita - Free online Coaching for WBCS, PSC, SSC, RAIL

Breaking

Thursday, April 30, 2020

Current Affairs of the Day: 29 April-2020 | In Bengali | By ExamProtiyogita.com

হ্যালো বন্ধুরা,
ExamProtiyogita.com  তোমাদের সকলকে স্বাগত জানাই। যেকোনো সরকারি চাকরি   পরীক্ষার ক্ষেত্রে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর গুরুত্ব অপরিসীম । বিশেষ করে তোমরা যারা WBCS, PSC Miscellaneous, PSC Clerkship, High Court, RAIL, SSC CGL, SSC CHSL, SSC MTS -- ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কারেন্ট জি.কে এবং স্ট্যাটিক জি.কে একটি আলাদা মাত্রা রাখে । আমরা এই আর্টিকেলে 2020 - সালের April মাসের কিছু ‘ইম্পরট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স’ নিয়ে এসেছি, যেগুলো Exam point of view থেকে খুবই important. বিশেষ করে WB PSC, SSC এবং RAIL- এর প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তো আসবেই । তাই তোমরা আমাদের এই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে কোনরকম নতুন পোস্ট আপডেট হলেই তোমাদের কাছে সবার আগে notification পৌঁছে যায় ।

Current Affairs of the Day: 29 April, 2020


1. প্রখ্যাত বলিউডের অভিনেতা ইরফান খান 29 এপ্রিল মারা গেছেন, বলিউডের এই অভিনেতা কোন জনপ্রিয় হলিউড সিনেমা তে অভিনয় করেছেন?
a) Jurassic World
b) Avengers
c) War of the Worlds
d) The Matrix
ANS: Jurassic World

2. কোন রাজ্য তার কারফিউ 17 মে পর্যন্ত বাড়িয়েছে?
a) পাঞ্জাব 
b) মধ্য প্রদেশ
 
c) দিল্লি
 
d) ওড়িশা
ANS: পাঞ্জাব 

3. BRICS এর দেশগুলি New Development Bank (NDB) কে কত পরিমাণ টাকা লোণ বরাদ্দ করতে সম্মত হয়েছে?
a) $ 15 billion USD
b) $ 20 billion USD
c) $ 10 billion USD
d) $ 25 billion USD
ANS: $ 15 billion USD

4. সম্প্রতি কোন টেলিকম কোম্পানি একটি ‘Recharge Saathi’ নামক একটি প্লাটফর্ম লঞ্চ করেছে?
a) ভোডাফোন আইডিয়া
b) এয়ারটেল
c) জিও
d) বিএসএনএল
ANS: ভোডাফোন আইডিয়া

5. সম্প্রতি কোন ভারতীয় বেসরকারী ব্যাংক, Max Life Insurance কোম্পানির প্রায় 30% শেয়ার কিনে নিয়েছে?
a) Yes Bank
b) Axis Bank
c) HDFC Bank
d) ICICI Bank
ANS: Axis Bank

6. কোন দেশ “Petersberg Climate Dialogue” এর একাদশ অধিবেশন পরিচালনা করে?
a) ফ্রান্স
b) অস্ট্রেলিয়া
 
c) জার্মানি
 
d) ভারত
 
ANS: জার্মানি 

7. “Petersberg Climate Dialogue” ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কে?
a) প্রকাশ জাভাদেকার
b) পীযূষ গোয়েল
c) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
 
d) হর্ষবর্ধন
ANS: প্রকাশ জাভাদেকার

8. কোন দেশ 2021-এ পুরুষদের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্টিং এর অধিকার হারাল?
a) চীন
b) ভারত
 
c) জাপান
d) মার্কিন যুক্তরাষ্ট্র
ANS: ভারত

9. BRICS পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও সম্মেলনের সভাপতিত্ব করে কোন দেশ?
a) ব্রাজিল
b) চীন
c) ভারত
d) রাশিয়া
ANS: রাশিয়া

10. কোন রাজ্য সরকার COVID-19 এর লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তার কর্মচারীদের বেতন কাটার জন্য একটি অধ্যাদেশ জারি করেছে?
a) আসাম
b) মধ্য প্রদেশ
c) দিল্লি
d) কেরালা
ANS: কেরালা



No comments:

Post a Comment

Please do not enter any spam link in this comment box.